শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প ছাত্রশিবিরের

০৯ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প © ছাত্রশিবির

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ছাত্র-জনতা। এই কর্মসূচিতে ফ্রি মেডিকেল জোন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে বিভিন্ন ধরনের ওষুধ, স্যালাইন পানি বিতরণ করা হচ্ছে। এ ছাড়া প্রেসারও মাপা হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা দিচ্ছেন ডা. নাদিম পারভেজ ইমন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করা এই চিকিৎসক বলেন, তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যেন তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আজকের এই সমাবেশ আমাদের জন্য লজ্জার। জুলাই আন্দোলনের এতগুলো মাস পর সরকারকে বোঝাতে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে, আলোচনা করতে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রীর সাথে।

তারও আগে দুপুর ১২টার পর ‘যমুনা’র সামনে অবস্থানরত আন্দোলনকারীরা ধীরে ধীরে সরে এসে মঞ্চের সামনে জায়গা নেন। কেউ কেউ জুমার নামাজ আদায় করে সরাসরি সমাবেশস্থলে যোগ দেন, কেউ মিছিল নিয়ে হাজির হন মঞ্চের পাশে। উপস্থিত জনতা তখন থেকেই বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। বারবারই মাইকে ধ্বনিত হয়— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর— আওয়ামী লীগ নো মোর’।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬