আওয়ামী লীগ নেতাকে লাঠিপেটা, ফেসবুকে ভিডিও ভাইরাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০০ PM
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বুধবার (৮ মে) রাতে ১৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, এক অজ্ঞাত যুবক তাঁর দুই হাত চেপে ধরে রেখেছেন। এ সময় মাক্স পরে থাকা অপর এক যুবক তাঁকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে অনেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, অধ্যাপক ইউসুফ খান পাঠান ময়মনসিংহ জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা কোথায়?
বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট থেকে ইউসুফ খান পাঠান ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক।