রাখাইনে মানবিক করিডোরের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা দরকার ছিল: আলাউদ্দিন

আলাউদ্দিন আহমদ
আলাউদ্দিন আহমদ  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে রাখাইন স্টেটে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ অনুমোদন দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর আলোচনা প্রয়োজন ছিল। 

তাঁর মতে, অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তামূলক নীতি গ্রহণে অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, তাছাড়া গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে কোন সরকারেরই আন্তর্জাতিক ইস্যু ডীল করার ক্ষেত্রে এককভাবে কোন সিদ্ধান্ত নেয়া উচিত নয়। প্রস্তাবিত উচ্চকক্ষ অথবা জাতীয় নিরাপত্তা কাউন্সিলে এ ধরণের সংবেদনশীল বিষয় নিয়ে আলাপ চালিয়ে যেতে হবে। 

তিনি আরও যোগ করেন, এ ধরণের সংবেদনশীল বিষয় নিয়ে আলাপ চালিয়ে যেতে হবে। আলোচনা ব্যতিত এ ধরণের সিদ্ধান্তে অন্তর্বতীকালীন সরকারের ইনটেগ্রিটি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রশ্নবিদ্ধ হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence