ছাত্র উপদেষ্টা ও প্রতিনিধিদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল-প্রোপাগান্ডা চলছে: ফারাবী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ তুহিন ফারাবী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ তুহিন ফারাবী  © সংগৃহীত

জনগণের ওপর থেকে ছাত্র উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধিদের আস্থা নষ্ট করতে একটি চক্র সুপরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল ও হিংসাত্মক প্রোপাগান্ডার সম্মুখীন করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ তুহিন ফারাবী। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেছেন তিনি।

মুহাম্মদ তুহিন ফারাবী লিখেছেন, জনগণের ওপর থেকে ছাত্র উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধিদের আস্থা নষ্ট করতেই একটি চক্র সুপরিকল্পিতভাবে আমাদেরকে মিডিয়া ট্রায়াল ও হিংসাত্মক প্রোপাগান্ডার সম্মুখীন করছে। ছাত্রদের মাঝে বিভেদ ঢুকিয়ে দূরত্ব সৃষ্টির পায়তারা চলছে। শুধু এতটুকুই বলি যদি গত কয়েক মাসে কিছু স্বার্থান্বেষী নেতার অযৌক্তিক কন্ডিশন অনুযায়ী চলতাম, তাহলে আজকে দলগতভাবে এই হিংসাত্মক প্রপাগাণ্ডার মুখোমুখি হয়তো হতে হতো না। 

তিনি বলেন, প্রথম দিকে আমাদেরকে জামায়াত শিবির তকমা দিয়েও আমাদেরকে নিয়ে অনেক নোংরামি ছড়ানো হয়েছিল। যে আমরা নাকি জামায়াতকে বেশি সুযোগ-সুবিধা দিয়েছি। (প্রয়োজনে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ)। ভালোমন্দ সবকিছু আল্লাহর ওপর সোপর্দ করলাম, এসব প্রপাগান্ডার সামান্যতম সত্যতা থাকলেও আমায় বাইতুল মোকাররমে প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক।

আরো পড়ুন: পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েটের ভিসি, প্রো-ভিসি

তিনি আরো বলেন, তথ্যনির্ভর সাংবাদিক ভাইদের নিকট আশা করি, অবশ্যই দুদক,গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাকে নিয়ে অধিকতর তদন্ত হোক, ৫ আগস্টের পর আমার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে কিনা খতিয়ে দেখা হোক। হাসিনার দুঃশাসনকালে একাধিক মামলা থাকার পরও বিদেশে চলে যাইনি, আর এখন তো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ রাষ্ট্রের আইন মেনে সবকিছু ফেস করার জন্য প্রস্তুত রয়েছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence