ইউএনওর শ্বশুরবাড়িতে হামলা, ছাত্রদল নেতাকে শোকজ

জাতীয়তাবাদী ছাত্রদল
জাতীয়তাবাদী ছাত্রদল  © ফাইল ফটো

জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে তার নেতৃত্বে এক ইউএনওর শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ ওঠে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের মতো দায়িত্বশীল পদে থেকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। এ কারণে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

মনজুরুল করিমকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বিঝু উৎসব শেষে ফেরার পথে চবির ৫ শিক্ষার্থী অপহরণ

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ জামালপুর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন শাহপুর এলাকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউএনও ইমদাদুল হকের শ্বশুরবাড়িতে হামলা চালানো হয়। মনজুরুল করিম সুমনের নেতৃত্বে লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় তারা ভাঙচুর এবং জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় যুবলীগ নেতা আরিফুল আলম চিকুও এতে জড়িত ছিলেন।


সর্বশেষ সংবাদ