ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জমিয়াতুল মোদার্রেছীনের বিক্ষোভ 

বিক্ষোভ
বিক্ষোভ  © সংগৃহীত

গাজায় ইসরায়েলের সেনাদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। শনিবার বেলা ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরী শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে সংগঠনের ঢাকা মহানগরীর শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ ও মাদরাসা শিক্ষার্থীরা উপস্থিত থেকে বলেন, ফিলিস্তিনি নিরিহ মুসলিমদের নির্বিচারে হত্যা, গাজায় ধ্বংসযজ্ঞ, ইসরাইলের আগ্রাসন-আধিপত্যবাদ এবং এসকল কিছুর মদদদাতা রাষ্ট্রসমূহের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের ইয়াহুদীরা নিরীহ ফিলিস্তিনি মুসলিম নাগরীকদের গণহত্যার মাধ্যমে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। গত দেড় বছর যাবত এ গণহত্যার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মজলুম নিপীড়িত ফিলিস্তিনিদের আর্তনাদে পুরো বিশ্ব আজ প্রকম্পিত। 

হত্যাযজ্ঞ ও আবাসন ধ্বংশের মাধ্যমে ফিলিস্তিনকে গোরস্থানে পরিনত করার মিশনে নেমেছে অভিশপ্ত ইয়াহুদী ইসরায়েলিরা। নারী, শিশু, বয়জেষ্ঠ্য কাউকেই ছাড় দিচ্ছে না তারা। তাদের পূর্বপুরুষদের আদর্শ তথা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত, হত্যা, অন্তরকোন্দল সৃষ্টিসহ যত ধরণের অনৈতিক কর্মকান্ড রয়েছে তা অব্যাহত রেখেছে। অত্যাচর, অবিচার, অনাচার এর সর্বোচ্চ পর্যায়ে উপনিত হয়েছে তাদের মাধ্যমে। এখন আর বসে থাকলে চলবে না। প্রয়োজনে ইসলাম ও মুসলমানদের রক্ষায় জীবন বিলিয়ে দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল সহযোগিতাকারী রাষ্ট্রসমূহের সাথে আপোষ করার অবকাশ নেই। তাদের পন্য বয়কট, বানিজ্য চুক্তি ও সকল ধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সময়য়ের দাবি। ক্ষমতাধর মুসলিম দেশসমূহের প্রধানগণের ঐক্যবদ্ধ পদক্ষেপ চলমান এ সংকট নিরসনের অন্যতম মাধ্যম। সুতরাং আসুন সম্মিলিতভাবে যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে ইসরাইলকে প্রতিহত করি। নিশ্চয়ই আমরা আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হব।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুফতী এজহারুল হক, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, ঢাকা মহানগর শাখার সহসভাপতি ও কেন্দ্রিয় নেতা অধ্যক্ষ মাওলানা আবু হানিফা, উপাধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম, মাওলানা শেখ লোকমান হোসেনসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের মাদরাসা প্রধান ও শিক্ষকগণ।

জমিয়াতুল মোদার্রেছীনের কর্মসূচী অনুযায়ী একই দিনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার উদ্যোগে এমন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। যেখানে স্থানীয় মাদরাসা শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ সতস্ফুর্ত অংশ নেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence