রাজনৈতিক অঙ্গনে এনসিপির বিশৃঙ্খলা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে: ছাত্রদল সম্পাদক

২৬ মার্চ ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের পর আমরা তাদের আর্থিক সংকলনের বিষয়ে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। বরং সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে তাদের যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা সাধারণ মানুষকে চরম বিভ্রান্ত করছে। আজ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী ইতিহাসকে ব্যাপকভাবে একপেশে করা হয়েছে। এই সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সেইরকম একটি প্রবণতা লক্ষ্য করছি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের একক মালিকানা হিসেবে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই রাজনৈতিক দলটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেও রাজনৈতিক দল গঠন করলেও শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণি-গোষ্ঠিতে আবদ্ধ হয়েছে। আপনারা দেখছেন যে, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও ইফতার পার্টিতে ২৪ এর গণঅভ্যুত্থানের আইকনিক শহীদের (ওয়াসিম, মুগ্ধ ও সাঈদ) মধ্যে শহীদ মুগ্ধ ও সাঈদের নাম বারবার বলা হলেও শহীদ ওয়াসিমের নামটি বারবার বাদ দেওয়া হয়েছে।

‘‘এটি খুবই উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হয়েছে। কারণ তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা ছিলেন। সুতরাং ২৪ এর গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাই ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিনষ্ট করছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী ইতিহাসকে যেভাবে বিনষ্ট করেছিল আওয়ামী লীগ।’’

নাছির বলেন, আজকের এদিনে আমরা মনে করি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা সবার সত্য জানা উচিত। ঠিক তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানের পেছনের ঘটনাগুলোও দেশবাসীকে জানানো উচিত না এবং সেটিও একপেশে হওয়া উচিত না। 

সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসন একদিকে ঝুঁকে …
  • ১০ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভ আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত হল যেকারণে
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9