আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন: হাসনাত আব্দুল্লাহ

২২ মার্চ ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসনাত

সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসনাত © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইনা। আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই তারা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন।‘

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ’- এর দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ পরবর্তী শহিদ মিনার অভিমুখে মিছিল করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের পতন ভোটে না, গণঅভ্যুত্থানে হয়েছে। বাংলাদেশে সব হবে কিন্তু তা আওয়ামী লীগকে বাইরে রেখে। নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন। এরা ভারতের নাটাইয়ে চলে। আমরা ৫ তারিখ সেই সূতা কেটে দিয়েছি।’

রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে হাসনাত বলেন, ‘জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আওয়ামীকে পুনর্বাসন করেছিল, জিয়াউর রহমানকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামায়াত তাদের নেতাদের জীবন দিয়ে সেই দায় পূরণ করেছেন। আমরা তাদের সুযোগ তৈরি করে দিলে আমাদেরও সেই দায় মেটাতে হবে।’ 

তিনি বলেন, ‘যে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি, পিলখানা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হয়নি সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। দশটা নমরুদ ও দশটা ফেরাউন মিলেও একটা হাসিনা হতে পারবে না।’

এসময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সংগঠনের অন্যতম সদস্য রফিকুল ইসলাম আইনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9