রাজপথে নামলে ‘শাহবাগীদের’ প্রতিহত করার ঘোষণা ইনকিলাব মঞ্চের

  © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তারা রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই জমায়েত কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। যড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শক্তিশালী করে যাবে জুলাই জনতা।

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!