বিএনপির ইফতার মঞ্চে আ.লীগ চেয়ারম্যান, সভাপতি বললেন— ‘কখন ঢুকে পড়েছে, দেখিনি’ 

১৪ মার্চ ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বিএনপির ইফতার মাহফিলের মঞ্চে আ.লীগ নেতা

বিএনপির ইফতার মাহফিলের মঞ্চে আ.লীগ নেতা © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ইফতার মাহফিল মঞ্চে মো. আনোয়ার হোসেন খান নামে এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি দেখা গেছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। বুধবার (১২ মার্চ) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, মো. আনোয়ার হোসেন খান জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেউলী সুবিদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।  

স্থানীয়রা জানান, বুধবার দেউলি সুবিদখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। তবে ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় মঞ্চের পেছনের সারিতে চেয়ারে বসা ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার খান। 

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি বলেন, ‘বিএনপির অনুষ্ঠানে আ.লীগের প্রথম সারির নেতা ও নৌকার নির্বাচিত চেয়ারম্যানের উপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় নেতারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানো হবে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ‘উপজেলা পরিষদের সবাইকে মিলাদে দাওয়াত দিয়েছে, সেই হিসেবে গিয়েছি। না গেলেও তো জ্বালা। আমার এখান থেকে ১০ ফুট দূরে, না গেলে বলবে সবাই আসছে চেয়ারম্যান আসেনি।’ 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, ‘উনি আমাদের আমন্ত্রিত নন। ওনাকে আমন্ত্রণ করা হয়নি। অনেক মানুষ ছিল। উনি কোন সময়ে ঢুকে পড়েছে দেখেনি। তবে আমরা খোঁজ করছি কে তাকে এনেছে।’

রাজধানী কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন
  • ১১ জানুয়ারি ২০২৬
ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়কের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
মেধাবীদের অংশগ্রহণের জন্য ২০২৬ সালের বৈশ্বিক কিছু প্রতিযোগি…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাকায় ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ
  • ১১ জানুয়ারি ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষক, ফেসবুকে হলো ‘জামায়া…
  • ১১ জানুয়ারি ২০২৬
অভিষেকেই নবির ছেলে ইসাখিলের ঝড়, নোয়াখালীরও রেকর্ড সংগ্রহ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9