মাগুরায় শিশুর ধর্ষণের ঘটনা মানবিকতায় ছুরিকাঘাত করেছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  © সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে দেশে পাশবিকতা বাড়ছে। মাগুরায় শিশুর ধর্ষণের ঘটনা পুরো মানবিকতায় ছুরিকাঘাত করেছে। অভিযুক্তরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এমন পাশবিকতা হতো না। তাই শিক্ষাক্ষেত্রে ন্যায্য সংস্কার প্রয়োজন।
 
আজ রবিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে পেশাজীবী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
 
জামায়াতের আমির বলেন, শিক্ষকেরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে অথচ তারা দাবি নিয়ে রাজপথে। এটা জাতির জন্য লজ্জাজনক। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, সেগুলো এমপিওভুক্ত এবং যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি, সেগুলোকে অবিলম্বে জাতীয়করণ করা হলে শিক্ষকদের বেশির ভাগ সংকটের সমাধান হবে।
 
 
তিনি বলেন, প্রকৃত শিক্ষার অভাবে শিক্ষকেরা সমাজে পূর্ণমর্যাদা পাচ্ছেন না। তাই ইনসাফের ভিত্তিতে গোটা সমাজকে শিক্ষিত করতে হবে। প্রত্যেক শিক্ষক সমাজের মানুষের কাছে দায়বদ্ধ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথমেই শিক্ষা খাত সংস্কার করা হবে। পাশাপাশি নৈতিক শিক্ষাকে জোর দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ