প্রচারণায় দম ফেলার ফুরসত নেই ছাত্রলীগের সাবেক নেতা শিখরের
- সাইফুদ্দিন খাঁন ও নুর হোসেন ইমন
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১০ PM
বিজয়ের লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকায় জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর। এখন আবালপুর তো একটু পর ছোটফালিয়া অথবা দেড়ুয়া কিংবা কাশিনাথপুর- ভোট চাইতে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন নৌকার এ প্রার্থী। দম ফেলারও যেন ফুরসত নেই প্রধানমন্ত্রীর এক সময়ের এ সহকারী একান্ত সচিবের।
সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরা জেলা শহরসহ সদর উপজেলার ১৩টি ও শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসন।
রাজনৈতিক দ্বন্দ্ব-বিরোধকে অনেকটা পাশ কাটিয়ে সবাইকে নিয়ে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এ নেতা। নির্বাচনী এলাকা সূত্রে জানা যায়, মাগুরা-১ আসনে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি এবারের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেও পরে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এছাড়া নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে গত সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মাগুরা জেলা আহ্বায়ক ও মাগুরা-১ আসনে লাঙ্গলের প্রার্থী হাসান সিরাজ সুজা।
অন্যদিকে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান পেট্রোল বোমা হামলার মামলায় জেল হাজতে রয়েছেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নাজিরুল ইসলামকে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে দলীয় প্রতীকের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। এছাড়া এসব আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র এমএ আউয়াল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র কেএম মোতাসিন বিল্লাকে নির্বাচনী মাঠে তেমন উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে না। আর এসব ঘটনার মধ্য দিয়ে শিখর নির্বাচনের পথে এক ধাপ এগিয়ে রয়েছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়েকদিন আগে শিখরের নির্বাচনী প্রচারণায় অংশ নেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। সাকিব আল হাসানও এবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখালেও পরে সরে দাঁড়ান। গত শুক্রবার সকালে শিখর নির্বাচনী প্রচারে বের হলে শহরের আবালপুরে গণসংযোগে অংশ নেন সাকিবের বাবা মাশরুর রেজা। নৌকার প্রচারপত্র বিলির পাশাপাশি পথসভায় বক্তব্য দেন তিনি।
মাশরুর রেজা বলেন, সাইফুজ্জামান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে আমাদের উচিত উন্নয়নের স্বার্থে শিখরকে বিজয়ী করা। শিখর বিজয়ী হলে মাগুরায় আরো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত বুধবার মাগুরা-১ আসনে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ওইদিন মাগুরা সদর এবং শ্রীপুরের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, গ্রামে-গ্রামে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনের আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। সাইফুজ্জামান শিখর এর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা সাইফুজ্জামান শিখর এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার বাবা মো. আসাদুজ্জামান মাগুরা থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশের মোহাম্মদপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসনের পাশাপাশি মাগুরা-১ আসন থেকেও সাংসদ ছিলেন তিনি। আওয়ামী লীগের ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত মাগুরা-১ আসনে ১৯৯৬ সাল থেকেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন।
সাইফুজ্জামান শিখরের নির্বাচনী এলাকায় প্রচারণার কাজ করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক জাহিদ হাসান জয়। নির্বাচনী প্রচারণা বিষয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, “শিখর ভাই মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এলাকার মানুষ উনার ওপর খুবই খুশি। উনার বাবাও বেশ কয়েকবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সবমিলিয়ে যা দেখলাম, এলাকার মানুষই শিখর ভাইকে ভোট দিতে মুখিয়ে আছেন। সাধারণ ভোটাররাই ৩০ তারিখের অপেক্ষায় আছেন নৌকার প্রার্থীকে বিজয় উপহার দিতে।”