পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নওশাদ জমিরের
- টিডিসি রিপোর্ট, পঞ্চগড়
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৬ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৬ PM
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। পঞ্চগড়-১ আসনে বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বিজয়ী হলে পঞ্চগড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপনসহ উচ্চ শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।
মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী জনসভায় তিনি এ সব আশ্বাস দেন। এ সময় বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরো বলেন, আমাকে সুযোগ দিলে পঞ্চগড়ে মাদকমুক্ত সমাজ এবং সন্ত্রাস নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাস পরিবহনের ব্যবস্থা করা হবে, বেকার যুবকদের দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে এবং নিরাপদ সড়কের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চগড় শহরে বাইপাস তৈরি করা হবে।
জনসভায় হাড়িভাসা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি একাব্বর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ এড. রীনা পারভীন, পঞ্চগড় সদর উপজেলা বিএপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. সফিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ।