নৌকার মনোনয়নপত্র দাখিল করলেন শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৯ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে মনোনয়নপত্র দাখিন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সকালে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় পৌরসভার মেয়র আবদুশ শুকুর এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খানও ছিলেন।
শিক্ষামন্ত্রীর আসনে দলীয় মনোনয়ন পেতে এবার সর্বোচ্চসংখ্যক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রবাসী আওয়ামী লীগের নেতাসহ ১১ জন মনোনয়ন দৌঁড়ে ছিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জাতে মাতাল, তালে ঠিক। অনেকে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করলেও প্রার্থী মনোনয়নের পর নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’
স্থানীয় নির্বাচনে নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হেরেছেন। সিলেটের বিভিন্ন আসনে এবং সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে এসব ব্যাপার কীভাবে দেখছেন? সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘স্থানীয় ও জাতীয় নির্বাচন দুটি ভিন্ন বিষয়। আমার এলাকায় যা উন্নয়ন হয়েছে, তাতে অন্য দলের নেতা-কর্মীরাও বলছেন, আর কোনো কাজের প্রয়োজন নেই।’