গণপরিবহণ চালুর বিষয়ে যা জানা গেল

ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্ট  © স্ক্রিনশট

দেশে চলমান দুই সপ্তাহের সর্বাত্মক বিধিনিষেধ ঈদুল আজহা উপলক্ষে এক সপ্তাহের জন্য শিথিল করা হচ্ছে বলে মূলধারার সংবাদমাধ্যমগুলোতে খবর দেওয়া হয়েছে। এসব সংবাদে কীভাবে গণপরিবহণ চলবে তা নিশ্চিত করে বলা হয়নি। কারণ এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। তবে এক তথ্যবিবরণীতে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। তাতে কীভাবে বাস, লঞ্চ, ট্রেনসহ অন্যান্য পরিবহণ চলবে তার বিস্তারিত নির্দেশনা থাকবে।

ফেসবুকেও এমন খবর ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে মো. আব্বাস উদ্দিন নামক একটি ফেসবুক একাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘ঈদ উপলক্ষে গণপরিবহন চলবে। লঞ্চ নৌকা চলবে। মার্কেট চলবে। গরু ছাগল কেনাবেচা চলবে। ১৫ জুলাই থেকে ২৩’

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ বিধিনিষেধ আরোপ ও শিথিলের বিষয়টি জানিয়ে থাকে। আগামীকাল সেখান থেকে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ৩০ জুন প্রজ্ঞাপনের মাধ্যমে ১ জুলাই থেকে ২১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের জন্য সর্বাত্মক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত জানানো হয়। পরে তা আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়।

এবার তথ্য বিবরণীতে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছে।

ঈদ পর্যন্ত শিথিল, পরে কঠোর বিধিনিষেধ’ শিরোনামে প্রথম আলো, ‘‘লকডাউন শিথিলের সময় ‘পরিবর্তন’, প্রজ্ঞাপন কাল’’ শিরোনামে যুগান্তর ও ‘১৫-২২ জুলাই শিথিল, ফের কঠোর লকডাউন শুরু ২৩ জুলাই’ দ্যা ডেইলি ক্যাম্পাসের খবরে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। সেখানে শিথিলের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা থাকবে।

এ বিষয়ে সময় টেলিভিশনের খবরে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনিও নিশ্চিত করে আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাইয়ে দিন তারিখ বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ঈদের সময় জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত আসবে। অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, খামারিরা এতদিনে কোরবানিকে সামনে রেখে তারা যে বিপুল সংখ্যক পশু লালনপালন করেছে এবং দোকানমালিকেরা তারা কিন্তু এই দুই ঈদের আশায় থাকেন। এসব কিছু মাথায় রেখেই সরকার যা কিছু করার করছে। যার মাধ্যমে নির্দেশনা পাবার, আপনারা তা পাবেন।’

তবে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আগামীকাল মঙ্গলবার থেকে রেলের টিকিট বিক্রি শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার রেলমন্ত্রী পত্রিকাটিকে বলেন, ‘আগামীকাল থেকে শুধু অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ১৫ জুলাই থেকে অর্ধেক আসনে যাত্রী বসিয়ে চালু হবে ট্রেন।’

এ ছাড়া লঞ্চ চলবে কিনা এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। অর্থাৎ তিনিও নিশ্চিত করে কিছু বলেননি।’


সর্বশেষ সংবাদ