সুদের টাকার জন্য গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, আগের ঘটনা নতুন করে ভাইরাল

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ছড়িয়ে পড়া পোস্ট

ছড়িয়ে পড়া পোস্ট © ফেসবুক থেকে নেওয়া

দিনমজুর স্বামীর চিকিৎসার জন্য টাকা নিয়ে সুদ পরিশোধ না করায় গাছের সঙ্গে বেঁধে এক নারীকে নির্যাতনের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় এক নারীকে শাড়ির আঁচল দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করছেন এক ব্যক্তি।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিনমজুর স্বামীর চিকিৎসার জন্য ৪ হাজার টাকা ধার নিয়েছিলেন আয়েশা সুদ-আসল মিলিয়ে ৮ হাজার টাকা পরিশোধ করেন। আরো ২ হাজার টাকা চেয়ে আয়েশাকে শাড়ির আঁচল গাছে বেঁধে বর্বর নির্যাতন করে সুদখোর শওকত ওসমান। ঘটনাটি ঘটেছে বরইতলীতে  চকরিয়া, কক্সবাজার।’

বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের ফ্যাক্টচেকে দেখা যায়, ছড়িয়ে পড়া ছবিগুলো গত ১৮ মার্চ ২০২১ সালের। বিডি ১৯৭১ নামের একটি পেজ থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছিল। সম্প্রতি নতুন করে ছবিগুলো বেশ কয়েকটি অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচার করা হয়েছে।

বিষয়টির সত্যতা যাচাইয়ে চকরিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ঘটনাটি ইন্টারনেটের মাধ্যমে দেখে সঙ্গে সঙ্গেই মোবাইল টিম পাঠিয়েছিলাম। তবে এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। পুরোনো একটি ঘটনাকে নতুন করে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে। যারা এ গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি প্রায় ৩-৪ বছর আগের। তৎকালীন সময়ে অভিযুক্তকে শনাক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। এটি একটি মীমাংসিত ঘটনা।

তিনি আরও বলেন, বর্তমানে যারা এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ট্যাগ: গুজব
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬