‘অস্বাস্থ্যকর’ বাতাসে আজ শীর্ষ পাঁচে ঢাকা

০৮ মে ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM

© সংগৃহীত

বায়ুদূষণ এখন বৈশ্বিক এক মহাবিপর্যয়ের রূপ নিয়েছে। প্রতিদিনই বিভিন্ন শহরের বাতাস হয়ে উঠছে বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে ক্ষতিকর। বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে সেই সংকটের কেন্দ্রে—আজও এখানকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৩০। স্কোর অনুযায়ী, এ অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।

এই তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ১৯৫—যা একেবারেই অস্বাস্থ্যকর ধরণের মধ্যে পড়ে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮১ এবং তৃতীয় স্থানে চীনের বেইজিং, যার স্কোর ১৭২।

একিউআই স্কোর ০-৫০ পর্যন্ত থাকলে তা নিরাপদ ধরা হয়। ৫১-১০০ মাঝারি মাত্রা, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, আর ১৫১-২০০ স্কোরের বাতাস সকলের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে।

এই সূচক মূলত পাঁচ ধরনের বায়ুদূষক—পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)—এর মাত্রা বিবেচনায় তৈরি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এটি স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগ, ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো প্রাণঘাতী অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে তোলে।

বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে বায়ুদূষণের প্রভাব হয় আরও ভয়াবহ। একিউআই যদি ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় পৌঁছে যায়, তবে ওই সময় বাড়ির বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চলমান এ সংকট থেকে উত্তরণের জন্য পরিবেশবান্ধব নীতিমালা, কঠোর দূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9