আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাখোঁ

ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ
ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ  © ইন্টারনেট

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ। নির্বাচনে ম্যাখোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী লে পেন পেয়েছেন ৪১ দশমিক ২ শতাংশ ভোট।

গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আসল লড়াই হয়েছে দেশটির ইউরোপীয় ইউনিয়নে  (ইইউ) টিকে থাকা বা না থাকা নিয়ে।

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘এটি ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে বা বিপক্ষে গণভোট হতে যাচ্ছে।’ পরে ফ্রান্সের জনগণ উগ্র ডানপন্থি মতবাদকে প্রত্যাখ্যান করে ইইউপন্থি ইমানুয়েল ম্যাখোঁকে নির্বাচিত করেছেন।

আরো পড়ুন: ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

জয়ের পর ইমানুয়েল ম্যাখোঁ বলেন, এই বিজয় ফ্রেক্সিটের হাত থেকে বাঁচিয়েছে ফ্রান্সকে। ফ্রান্স ২৭ জাতির ইইউয়ের প্রতিষ্ঠাতা সদস্য। সেই জোট থেকে ফ্রান্সকে বের করে আনার পক্ষে প্রচার চালান লে পেন।

ইমানুয়েল ম্যাখোঁ বিজয়ের সংবাদে ইইউ’র নেতারা অভিনন্দন জানিয়েছেন তাঁকে।


সর্বশেষ সংবাদ