ট্রাফিক নিয়ম পালনের বিরল দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল

ভাইরাল হওয়া সেই ছবিটি
ভাইরাল হওয়া সেই ছবিটি  © সংগৃহীত

লোক সংখ্যা মাত্র ১১ লাখ। চারিদিকে আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পর্বত। আর এই পর্বতশৃঙ্গের মাঝেই রয়েছে সাজানো-গোছানো ভারতের রাজ্য মিজোরাম। সম্প্রতি মিজোরামের পাথুরে রাস্তায় ট্র্যাফিক নিয়মের বিরল দৃশ্যে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া।  ইতিমধ্যেই ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

তবে বর্তমান পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে প্রায়শই কিছু না কিছু বিরল দৃশ্য কিংবা ঘটনায় তোলপাড় হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। তাই বলে ট্র্যাফিক নিয়মের সাধারণ একটি ছবি? তবে ইতিমধ্যেই ওই ছবিটি শুধুমাত্র সাধারণ মানুষই নন, তা নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের বিশিষ্ট শিল্পপতিরাও। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী সেই বিরল দৃশ্য।

সম্প্রতি সোশ্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ আহলাওয়াত (Sandeep Ahlawat) তার টুইটারে ওই ছবিটি পোস্ট করেছেন। ছবিটি ভারতের উত্তরপূর্বের রাজ্য মিজোরামের। ছবিতে দেখা গেছে, মিজোরামের সাধারণ পথচলতি মানুষ পথে বেরিয়ে কিভাবে ট্র্যাফিক নিয়ম পালন করছেন। মিজোরামের রাস্তায় দাঁড়িয়ে ওই ছবিটি তুলেছেন সন্দীপ।

ছবিতে দেখা গেছে, ট্রাফিক নিয়ম পালনের জন্য রাস্তার মধ্যে দিয়ে লম্বা সাদা দাগ দেওয়া রয়েছে। কিন্তু প্রবল ব্যস্ততার মাঝেও একজন নাগরিকও ট্র্যাফিক নিয়মকে বুড়ো আঙুল না দেখিয়ে সুন্দর ও সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। অন্য দিকে ওই রাস্তার বিপরীত দিক ফাঁকা অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ শৃঙ্খলাবোধ ও মিজোরামবাসীর ট্র্যাফিক নিয়ম পালনের ওই ছবিটি নিজের মোবাইল ক্যামেরায় লেন্সবন্দি করেন সন্দীপ। এই ছবিটিই তিনি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ার একাউন্টে।

জানা গেছে, ওই ছবিটি নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ (Anand Mahindra) মাহিন্দ্রা। শুধুই কী পছন্দ, ইতিমধ্যেই ওই ছবিটি রিট্যুইট করেছেন তারা। পাশাপাশি ছবিটি রিট্যুইট করে আনন্দ মাহিন্দ্রা তার টুইটার একাউন্টে লিখেছেন এই ছবিটি সঠিক নিয়ম পালনের একটি জ্বলন্ত উদাহরণ এবং গোটা দেশবাসীর কাছে এই ছবিটি অনুপ্রেরণা। পাশাপাশি তিনি গোটা দেশবাসীকে রাস্তায় বেরিয়ে সঠিক ভাবে ট্র্যাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যেই ওই ছবিটি পৌঁছে গেছে লাখ লাখ নেটিজেনের সোশ্যাল মিডিয়া একাউন্ট- পেজে। ছবিটিতে লাইক পড়েছে চোখে পড়ার মতো। শুধুই কী লাইক, কয়েক লাখ মন্তব্যও জমা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কোনও কোনও ব্যক্তি আবার এই ছবিতে রাজনৈতিক উস্কানিও দিয়েছেন। যদিও কোনও কিছুতে বিচলিত নন ওই ছবিটির মালিক সোশ্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ।

ছবিতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রুখতে সন্দীপ মিজোরামের পার্শ্ববর্তী রাজ্যগুলোর উদাহরণ টেনেছেন। এ বিষয়ে তার সাফ জবাব, শুধুমাত্র রাজনীতি নয়, সাধারণ মানুষের মধ্যে সবার আগে প্রয়োজন সচেতনতা ও শৃঙ্খলাবোধ। যার জ্বলন্ত উদাহরণ ট্র্যাফিক নিয়ম পালনের এই ছবি।

সূত্র: নিউজ১৮ বাংলা


সর্বশেষ সংবাদ