পারমাণবিক অস্ত্র সতর্ক অবস্থায় রাখার নির্দেশ পুতিনের

রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান
রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী সামরিক যান  © রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমানবিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসন ঘিরে পশ্চিমা জোট ন্যাটোর আক্রমনাত্মক বিবৃতি এবং একের এক নিষেধাজ্ঞা আরোপের পর এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পুতিন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি শিকার করেছেন রুশ প্রেসিডেন্ট।

ওই সাক্ষাৎকারে পুতিন জানান, রাশিয়ার সেনাবাহিনীর পারমানবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধকে এমনভাবে বাড়িয়ে চলেছেন যা সম্পূর্ণভানে অগ্রহণযোগ্য। আমাদের তার পদক্ষেপগুলো সম্ভাব্য শক্তিশালীভাবে আটকাতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে রাশিয়ার। যদিও রুশ প্রেসিডেন্ট এটিকে বিষেষ সামরিক অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন। এই অভিযানের পর পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো রাশিয়ার উপর একের একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে। তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন আজ এই কথা জানান।


সর্বশেষ সংবাদ