ভারতে মুসলিম যুবককে বিয়ে করা নারীর জোর করে গর্ভপাতের অভিযোগ!

ভারতে মুসলিম যুবককে বিয়ে করায় এক নারীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে
ভারতে মুসলিম যুবককে বিয়ে করায় এক নারীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে  © আনন্দবাজার

‘লাভ জেহাদ’-এর অভিযোগে কয়েকদিন আগেই তাঁর স্বামী এবং দেবরকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আর তাঁকে পাঠানো হয় নারী সুরক্ষা কেন্দ্রে। এ বার সেই নারীই অভিযোগ তুলেছেন, ওই কেন্দ্রে তাঁকে অত্যাচার করা হয়েছে। শুধু তাই নয়, জোর করে তাঁর গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও মোরাদাবাদের শিশু সুরক্ষা কমিশন বিষয়টিকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে দাবি করেছে।

কমিশনের চেয়ারম্যান বিশেষ গুপ্ত সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। ওই নারীর গর্ভপাত করানো হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।’

আনন্দবাজার জানিয়েছে, কয়েকদিন আগে রশিদ নামে এক মুসলিম যুবককে বিয়ে করেন মোরাদাবাদের ওই নারী। ‘লাভ জেহাদ’-এর অভিযোগ দায়ের হয় ওই দম্পতির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে রশিদকে গ্রেফতার করে পুলিশ। তাকে প্রথমে নারী সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পরে সরকারি হোমে স্থানান্তরিত করা হয়।

সংবাদমাধ্যমের কাছে ওই নারী দাবি করেছেন, তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে দেখেও কোনও ব্যবস্থা নেয়নি নারী সুরক্ষা কেন্দ্র। পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওষুধ এবং ইনজেকশন দেওয়ার পরই তাঁর গর্ভপাত হয়ে যায় বলে অভিযোগ তার। এ ক্ষেত্রে কি প্রশাসন, পুলিশের ষড়যন্ত্র রয়েছে? তার দাবি, ‘এ জন্য চিকিৎসকরা দায়ী। তবে বাকিদের কথা বলতে পারব না।’

হাসপাতাল কর্তৃপক্ষ তার অভিযোগকে সরাসরি খারিজ করে দিয়েছেন। জেলা হাসপাতালের সুপার পাল্টা দাবি করেন, ‘তাঁকে রক্তক্ষরণ বন্ধ হওয়ার ওষুধ দেওয়া হয়েছিল। তাঁর আল্ট্রাসাউন্ড করা হয়। কিন্তু ভ্রূণের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। মেরঠে তাঁকে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাঁর স্বজনেরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence