রোহিঙ্গাদের গ্রাম মানচিত্র থেকে মুছে দিল মিয়ানমার

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ PM

© সংগৃহীত

আগুনে পোড়া রোহিঙ্গা গ্রাম মানচিত্র থেকেও মুছে দিয়েছে মিয়ানমার। আজ থেকে তিন বছর পূর্বে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের গ্রাম ‘কান কিয়া’ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এবার সেসব ধ্বংসের চিহ্ন না রাখতে মানচিত্র থেকে গ্রামকেও মুছে দেয়া হয়েছে।

জাতিসংঘের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছর মিয়ানমার সরকার দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে সেখানে অস্তিত্ব নেই রাখাইনের কান কিয়া গ্রামের। মানচিত্র থেকে রোহিঙ্গাদের গ্রামটির নাম মুছে ফেলা হয়েছে।

গেল বছর মিয়ানমার সরকার যে নতুন মানচিত্র তৈরীর পর জাতিসংঘে জমা দেয় তাতে কান কিয়া গ্রামের কোন অস্তিত্বই নেই বলে জানিয়েছে জাতিসংঘ। কেন জাতিসংঘ মিয়ানমারকে এভাবে রোহিঙ্গাদের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলা থেকে দেশটির কর্তৃপক্ষকে আটকাচ্ছে না তা জানতে সংস্থাটির একাধিক কর্মকর্তার সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কান কিয়া গ্রামের গ্রাম প্রধান মোহাম্মদ রফিক। তিনি এখন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। তিনি বলছেন, তারা আমাদের এমনভাবে নির্যাতন করেছে যে, তারা চায় আমরা যেন সেখানে আর ফিরে না যাই।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক দূত ইয়াংহি লি বলেন, ‘মিয়ানমার সরকার ইচ্ছা করেই শরণার্থীদের নিজ ভূমিতে ফেরা কঠিন করে দিচ্ছে। তারা কীভাবে সেই জায়গায় ফিরবে, যার কোনো নাম নেই বা যেখানে তাদের বসবাসের কোনো চিহ্ন নেই?’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা
  • ০১ জানুয়ারি ২০২৬
৬৮ হাজার পদে নিয়োগের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিল এনটিআ…
  • ০১ জানুয়ারি ২০২৬
১৪ জানুয়ারি থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান-জামায়াত আমির-নাহিদের চেয়ে স্বর্ণ বেশি নাসিরুদ্দ…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!