হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:০২ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কর্মকর্তারা জানানা, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে।
নিউইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বিকেল ৩টা ১৭ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌকাগুলো চালু করা হয়।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নিহতদের ৫ জন একই পরিবারের সদস্য। তারা স্পেনের নাগরিক। আর অন্যজন পাইলট।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টো হয়ে হাডসন নদীতে পড়ে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুই ব্লেড বিশিষ্ট বেল ২০৬ হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের নেতৃত্বে পরিচালিত হবে।