সাবমেরিন বিস্ফোরিত হয়ে ছয়জনের মৃত্যু

সাবমেরিন
সাবমেরিন  © সংগৃহীত

মিসরের লোহিত সাগরে সিনবাদ নামের একটি পর্যটকবাহী সাবমেরিন বিস্ফোরিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন। যার ভেতর শিশুও ছিল। এটি উপকূলীয় শহর হুরঘাদার প্রবাল প্রাচীর দেখাতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই এটি বিস্ফোরিত হয়ে উপকূল থেকে এক কিলোমিটার দূরে ডুবে যায়।

দুর্ঘটনার সময় সাবমেরিনট ৪৫ জন যাত্রী ও অন্যান্য ক্রুদের বহন করছিল। যার মধ্যে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৯ জনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

কায়রোতে অবিস্থত রাশিয়ার দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, বিবলিও গ্লোবাস ইজিপ্ট ট্র্যুর নামে একটি সংস্থা সাবমেরিনটি পরিচালনা করত। দুর্ঘটনার সময় এটিতে তাদের ৪৫ জন নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়। রুশ দূতাবাস অবশ্য চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

যে সংস্থাটি সাবমেরিনটি পরিচালনা করত সেটির একটি বিজ্ঞাপনে বলা আছে, তাদের সাবমেরিনে পর্যটকদের জন্য ৪৪টি আসন রয়েছে। এছাড়া এটিতে পাইলটদের জন্য দুটি আসন রয়েছে। বিজ্ঞাপনে আরও বলা আছে, না ভিজেই লোহিত সাগরের নিচের দৃশ্য অবলোকন করা যাবে তাদের সাবমেরিনের মাধ্যমে। যেটিতে রয়েছে স্বচ্ছ জানালা। এছাড়া বিশ্বে বিনোদনের জন্য নির্মিত যে ১৪টি সাবমেরিন রয়েছে, সেটির দুটি তাদের কাছে রয়েছে বলেও এক বিজ্ঞাপনে জানিয়েছিল এ সংস্থাটি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence