যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলাকারী কে এই জব্বার?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ PM
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে গাড়ি হামলায় ১৫ জন নিহতের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল।
দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি দেশটির সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০–এর জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন।
শামসুদ-দীন জব্বার আগেও দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে তাঁকে একবার গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানাও করা হয়েছিল তাঁকে। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন শামসুদ-দীন জব্বার। সেখান থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, শামসুদ-দীন জব্বার দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। ২০১৭ সালে দ্বিতীয় বিয়ে করেন। ২০২২ সালে এই বিয়েও ভেঙে যায়।