সন্দেহ থেকে ডিএনএ পরীক্ষা, তিন বছর পর জানলেন সন্তান অন্যের

১০ নভেম্বর ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ভিয়েতনামের এক ব্যক্তির সন্দেহের সূত্র ধরে ডিএনএ পরীক্ষা

ভিয়েতনামের এক ব্যক্তির সন্দেহের সূত্র ধরে ডিএনএ পরীক্ষা © সংগৃহীত

ভিয়েতনামের এক ব্যক্তির সন্দেহের সূত্র ধরে ডিএনএ পরীক্ষা করতে গিয়ে জানা যায়, তিন বছর ধরে লালন-পালন করা মেয়ে আসলে তাঁর জৈবিক সন্তান নয়। মেয়ের চেহারার সঙ্গে নিজের ও স্ত্রীর কোনো সাদৃশ্য না পাওয়ায় তিনি ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।

সন্দেহের সূত্রপাত হয়, যখন স্কুলে একই তারিখে জন্ম নেওয়া আরেকটি মেয়ের সঙ্গে তাঁর মেয়ের দেখা হয়। মেয়েটির চেহারা দেখে তাঁর মনে সন্দেহ দৃঢ় হয় এবং স্ত্রীর বাধা সত্ত্বেও তিনি পরীক্ষাটি করান।

ডিএনএ পরীক্ষার ফলাফলে নিশ্চিত হন যে তিনি মেয়েটির জৈবিক পিতা নন। এতে স্ত্রী হং এবং মেয়ে ল্যান বাড়ি ছেড়ে উত্তরের শহর হ্যানয়ে চলে যান। হ্যানয়ে পৌঁছে ল্যান একটি নতুন স্কুলে ভর্তি হয় এবং একই তারিখে জন্ম নেওয়া এক সহপাঠীর সঙ্গে পরিচিত হয়। জন্মদিনের পার্টিতে তাদের দুজনের মিল লক্ষ্য করেন সেই বন্ধুর মা, যিনি পরে হংকে ডিএনএ পরীক্ষা করতে অনুরোধ করেন।

ডিএনএ পরীক্ষায় জানা যায়, ল্যান আসলে তার বন্ধুর মা-বাবার মেয়ে এবং জন্মের সময় হাসপাতালের ভুলে দুজন আলাদা হয়ে গিয়েছিলেন। এখন দুই পরিবার নিয়মিত একসাথে সময় কাটায় এবং সঠিক সময়ে মেয়েদের কাছে পুরো সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি পরিবারগুলো। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি মন্তব্য করেছেন, চিকিৎসা কর্মীরা একটি হাস্যকর ভুল করেছে। সৌভাগ্যক্রমে, সত্য অবশেষে বেরিয়ে এলো। অন্যথায়, ওই নারী সারাজীবন ভুল জীবনের জন্য অনুশোচনা নিয়ে থাকতে হতো।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬