আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ PM
নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলা ও মারধরের শিকার হয়েছেন ইসরায়েলি ফুটবল ভক্তরা। আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা।
ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের ম্যাচের পর বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে। এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি। এসব ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডাচ পুলিশ।
ইউরোপা লিগের এ খেলায় ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামলার ঘটনায় অন্তত ১০ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলমান সংঘাত থামাতে চেষ্টা করছে পুলিশ। এতে কিছু হামলাকারীকে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দেখা যায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, একজন ম্যাকাবি সমর্থককে মাটিতে শুয়ে থাকা অবস্থায় লাথি মারা হচ্ছে। মারধর করা ব্যক্তিদের ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতেও শোনা গেছে। তবে এসব ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।
এই ঘটনার পর ইসরায়েলি সমর্থকদের দেশে ফিরিয়ে আনার জন্য জরুরি উদ্ধার উড়োজাহাজ পাঠানোর নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
নেতানিয়াহুর বরাত দিয়ে তার কার্যালয় জানিয়েছে, 'ডাচ প্রধানমন্ত্রী শুফকে নেতানিয়াহু বলেছেন, তিনি ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এই পূর্বপরিকল্পিত ইহুদিবিদ্বেষী হামলার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি নেদারল্যান্ডের ইহুদি সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা বাড়াতে শুফকে অনুরোধ জানান।'
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষী হামলার ঘটনায় তিনি ভীত। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।