তীব্র তাপে পুড়ছে ব্রাজিলের রাজধানী, বন্ধ স্কুল

তীব্র গরমে স্বস্তি পেতে ব্রাজিলের অনেকে সৈকতে যাচ্ছেন
তীব্র গরমে স্বস্তি পেতে ব্রাজিলের অনেকে সৈকতে যাচ্ছেন  © আল জাজিরা

ব্রাজিলে গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে। রাজধানী রিও ডি জেনেরিওতে সোমবার (১৮ মার্চ) তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, মানুষ যে তাপ অনুভব করছে তা ‘ফিলস লাইক টেম্পারেচার’ ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। স্বস্তির জন্য মানুষ ভিড় করছেন সমুদ্র সৈকতে। আবহাওয়াবিদরা বলছেন, শুধু রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করা যায় না। আদ্রতাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। তা বিবেচনা করলে মানুষ সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে। গত এক দশকে মানুষ এত তাপমাত্রা অনুভব করেনি বলে জানিয়েছেন তারা।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের জঙ্গলে পড়ে ছিল ভারতীয় ছাত্রের মরদেহ

দেশটির আবহাওয়াবিদ রাকুয়েল কোরিয়ে বলেন, গত বছরের নভেম্বরে ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপ অনুভূত হয়েছিল। গরম বেড়ে যাওয়ার পেছনে নির্বিচারে গাছ বন উজাড় করা, বহুতল ভবন নির্মাণ করা, যানবাহন বেড়ে যাওয়াসহ নানা কারণকে দায়ী করা হয়েছে।

এদিকে তীব্র তাপের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে। আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি ও ঝড় অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এ সপ্তাহটি দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ