গাজায় ইসরায়েলি ৫০১ সেনা নিহত, পঙ্গু ৬ হাজার

নিহত সেনাদের মধ্যে কয়েকজন
নিহত সেনাদের মধ্যে কয়েকজন  © সংগৃহীত

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ৫০১ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্যা টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবরের পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে। 

এই ৫০১ সেনা ছাড়াও ইসরায়েলি পুলিশ বাহিনীর ৫৭ কর্মকর্তা এবং সদস্যও নিহত হয়েছেন। আর নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রায় ১০ সেনা নিহত হয়েছে। তবে বেশির ভাগ সেনা নিহত হয়েছে ৭ অক্টোবর। ওই দিনই হামাসের হামলায় ৩০০-এর বেশি সেনা নিহত হয় বলে আইডিএফ তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

আর গত ৮৩ দিন ধরে চলা গাজার যুদ্ধে এই সংখ্যাটি ক্রমাগত বেড়েছে। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও বাড়ছে সমান হারে। এ পর্যন্ত ৬ হাজার আহত সেনা নিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েল। কারণ তাদের মধ্যে অনেকেই এখন আর যুদ্ধে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের যুদ্ধ ক্ষতের কারণে।

হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর সময় সীমান্তবর্তী ইসরাইলি সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশ করে সৈন্যদের ব্যাপকভাবে হত্যা করে। আর যেসব সৈন্য পালাতে গিয়ে লাফিয়ে পড়েছিল, তারা আহত হয়।

ইসরায়েলি বাহিনীর টানা দুই মাসের বেশি সময়ের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন।

সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫৪ হাজার ৯৬৮ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence