পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫২

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত মিছিল
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত মিছিল   © সংগৃহীত

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এছাড়াও নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ডন।

আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৩

বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহী। এর আগে স্থানীয় নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!