শিক্ষকদের বিক্ষোভে অচলাবস্থা নেপালের শিক্ষা খাত

  © সংগৃহীত

টানা তিনদিন শিক্ষকদের বিক্ষোভ ও ধর্মঘটে নেপালের সরকারি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদ জানিয়ে ১ লাখ ১০ হাজারের মতো শিক্ষক এ ধর্মঘট পালন করে যাচ্ছেন। 

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আন্দোলনকারী শিক্ষকেরা রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবন অভিমুখে যাত্রা করেন। স্কুলগুলোকে স্থানীয় সরকারের অধীনে আনার সিদ্ধান্তের বিরোধিতা করছেন শিক্ষকেরা। পাশাপাশি শিক্ষকদের রাজনৈতিক গোষ্ঠীতে যোগ দেওয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব ওই বিলে আনা হয়েছে, তার বিরোধিতা করছেন শিক্ষকেরা।

এদিকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা দ্রুত সমস্যার সমাধান করে এই অস্থিরতার অবসান ঘটানোর দাবি জানিয়েছেন। ১৬ বছরের সিমরন ভট্ট আচার্য জাতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমার নিজের শিক্ষকেরা কীভাবে আমার ভবিষ্যতের বিরুদ্ধে যেতে পারেন।’

সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে, তবে সিদ্ধান্তহীনতায় শেষ হয়েছে আলোচনা।

নেপাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমলা তুলাধর দাবি করেছেন, ‘সরকার তাদের সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের সঙ্গে করা “চুক্তি” পূরণ করেনি। এখনো অনেক বিষয়ের সুরাহা হয়নি। তাই আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।’
নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পূর্ণ বাহাদুর বলেছেন, শিক্ষকেরা ‘তাঁদের দাবি সম্পর্কে সরকারকে না জানিয়ে’ বিক্ষোভ শুরু করেছেন।

দেশটির গণতান্ত্রিক আন্দোলনে বরাবরই শিক্ষকেরা জড়িত। যেকোনো জনসম্পৃক্ত কাজে এসব শিক্ষক সামনে থেকে নেতৃত্ব দেন। তবে সম্প্রতি কিছু শিক্ষাবিশেষজ্ঞের পরামর্শে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপ নেয় নেপাল সরকার। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির শিক্ষকেরা আন্দোলন করে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence