ক্লাসপ্রতি ১০০ টাকায় অধ্যাপক নিয়োগ, অসম্মানজনক বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক

তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয়
তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয়  © হিন্দুস্তান টাইমস

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে অসম্মানজনক এমন বিজ্ঞপ্তির পর প্রতিবাদের ঝড় উঠেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। কিন্তু তাতে কাজ হয়নি। অধ্যাপকদের আরও কম পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ক্লাসপ্রতি সম্মানি ১০০ টাকা। মাসে ৬০টির বেশি ক্লাস নিতে পারবেন না অতিথি অধ্যাপকরা। 

ফলে গত মার্চে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ফিরল তপন নাথানিয়াল মুর্মু মহাবিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে। তফাত হল তখন পারিশ্রমিক ছিল ক্লাসপ্রতি ৩০০ টাকা। আর তপন কলেজের বিজ্ঞপ্তিতে তা নেমেছে ১০০ টাকায়।

তপন কলেজে অতিথি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছয় জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। তাদের ক্লাসপ্রতি ১০০ টাকা করে সম্মানি দেওয়া হবে। এতে শুরু হয়েছে বিতর্ক। এই সামান্য সম্মানি অধ্যাপকদের প্রাপ্য নয় বলে সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। তবে কলেজের যুক্তি, অতিথি শিক্ষকের খরচ বহন করতে হয় কলেজকেই। কলেজের যা আর্থিক অবস্থা তাতে এর বেশি দেওয়া সম্ভব নয়।

বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অতিথি শিক্ষকরা সপ্তাহে ১৫টি ক্লাস নিতে পারবেন। সে হিসাবে মাসে তাদের সম্মানি হবে ৬ হাজার টাকা। এ সম্মানি একজন দিনমজুরের থেকেও কম তা মেনে নিয়েছেন কলেজ পরিচালন সমিতির সদস্য অমলকুমার রায়।

তিনি বলেন, নতুন শিক্ষানীতি অনুসারে ক্লাস বেড়েছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা ক্লাস না করে ফিরে যাচ্ছে। তাই অতিথি অধ্যাপক নিয়োগ করতে হচ্ছে। এ সম্মানি খুবই কম। হয়তো দিনমজুরের থেকেও কম। কিন্তু এর থেকে দেওয়ার ক্ষমতা কলেজের নেই। ইতিমধ্যে ১০ জন আবেদনও করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence