আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৩৪
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৬ AM
আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। যাত্রীবাহী বাসের সঙ্গে স্পোর্টস ইউটিলিটি কারের সংঘর্ষের পরপরই যান দু'টিতে আগুন ধরে যায়।
স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। খবর আল-জাজিরা
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর চারটার দিকে একটি বাস এবং একটি স্পোর্টস কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ, সূচি প্রকাশ
ফায়ার সার্ভিস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার ফলে সব মিলিয়ে ৩৪ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। সরকারি হিসেব অনুসারে ২০২২ সালে আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯০৭ জন মানুষ নিহত হয়েছে।