দশম শ্রেণির পরীক্ষা: ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম হলেন নয়জন

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ছবি

সর্বভারতীয় দশম শ্রেণির (আইসিএসই) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নয়জন শিক্ষার্থী যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন তারা। 

রোববার (১৪ মে) বিকালে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়। 

এ বার আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৬১৬টি স্কুলের ২ লক্ষ ৩৭ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ১ লক্ষ ২৮ হাজার ১৩১ জন ছেলে। ১ লক্ষ ৯ হাজার ৫০০ জন মেয়ে। সারা দেশেও দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ।

সারা দেশে আইএসসি পরীক্ষা দিয়েছিল ১,২৯১টি স্কুলের ৯৮ হাজার ৫০৫ জন। ছেলেদের সংখ্যা ৫১ হাজার ৭৮১। মেয়েদের সংখ্যা ৪৬ হাজার ৭২৪। এক্ষেত্রেও ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ।


সর্বশেষ সংবাদ