পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা ক্রেমলিনে, ইউক্রেনকে দুষছে রাশিয়া

পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা ক্রেমলিনে, ইউক্রেনকে দুষছে রাশিয়া
  © সংগৃহীত

মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে জানাল রাশিয়া। তবে একই সঙ্গে রুশ প্রশাসন জানিয়েছেন, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট। তাঁর কোনও ক্ষতি হয়নি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে ভলোদিমির জেলেনস্কির দেশই এই হামলার নেপথ্যে রয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেন ক্রেমলিনে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল পুতিনকে হত্যা করা। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুতিন নিরাপদে আছেন ।

ক্রেমলিনের উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যম তাস খবর প্রকাশ করেছে, এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তবে ইউক্রেন কবে কখন এই ড্রোন হামলা চালিয়েছে খবরে সেটা প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রুশ শহরগুলোতে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন। তার অংশ হিসেবেই এসব হামলা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

গত সোমবার বিশেষ সামরিক অভিযান চলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী তিনটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী (রুশ) ইউক্রেনের বিমানবাহিনীর তিনটি বিমান ধ্বংস করেছে। দোনেৎস্কের উলিয়ানভকা ও খেরসন অঞ্চলের মিরোলিউবভকার কাছে ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাশাপাশি খেরসন অঞ্চলে ভেলেতেনস্কয়ে এলাকার কাছে ইউক্রেনের বিমানবাহিনীর একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ