আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ‌‘অন্ধ’ হাফেজ

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন
দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন  © সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন। আবারও দেশের নাম উজ্জ্বল করলেন তানভির। সারা বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় বিজয়ী হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের প্রতিযোগী। 

শনিবার (৪ জানুয়ারি) রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ওই প্রতিযোগিতায় বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিশরের ধর্ম মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ প্রতিযোগিতার বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি। হেফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদেরপুরস্কারের মধ্যে রয়েছে যথাক্রমে ২৫০,০০০, ১৫০,০০০ এবং ১০০,০০০ মিশরীয় পাউন্ড।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে সে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থী রিংকুকে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

২৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন মিশরের ধর্মমন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জুমা, গ্র্যান্ড মুফতি আল্লামা ড. শাওকি, ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব ড. নাজির আইয়াদে, আল-আজহারে শরিফ এর গ্র্যান্ড ইমামের পক্ষে ড. ওসামা আল-আব্দ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ইসলামী স্কলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence