মদ পান করে একে একে ৭০ জনের মৃত্যু

বিহারে বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ৭০ জন
বিহারে বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ৭০ জন  © প্রতীকী ছবি

ভারতের বিহারের ছপরায় বিষাক্ত মদ খেয়ে একে একে প্রাণ হারালেন ৭০ জন। শনিবার (১৭ ডিসেম্বর) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০। বিহারে মদে নিষেধাজ্ঞা দেওয়ার পর এত মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

বিষাক্ত মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিষাক্ত মদ খেয়ে খেয়ে এ বিপর্যয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরই নতুন করে শিরোনামে বিহার। ছপরায় দল পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

আরো পড়ুন: ক্লাসে টানা নাচলেন বান্ধবী, বই থেকে চোখ সরেনি দুই ছাত্রের

কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনের একটি দল ছপরায় যাবে। খতিয়ে দেখবে অসুস্থদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে কি না। শুধু তাই-ই নয়, তাঁদের সুবিধার্থে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও খতিয়ে দেখা হবে।

পাশাপাশি, বিষাক্ত মদ উৎপাদন রুখতে সরকারের ভূমিকা কী, তা-ও খতিয়ে দেখবে কমিশন। দলটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবে, সরকার বিষাক্ত মদ উৎপাদনের ডেরাগুলি ধ্বংস ও উৎপাদন বন্ধ করতে কী কী পদক্ষেপ নিয়েছে। আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ