সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৯৪

সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৯৪
সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৯৪  © ফাইল ছবি

ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে লেবাননের অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড এসব লাশ উদ্ধার করেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবানন থেকে আসা ওই সমুদ্রযান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট চলাকালে ঝুঁকি নিয়ে নৌকায় গাদাগাদি করে অনেকেই ইউরোপে ঢোকার চেষ্টা করছেন।

সিরিয়ান কর্তৃপক্ষ টারটোস শহরের উত্তরাঞ্চলীয় পোর্ট সিটিতে বৃহস্পতিবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে।

দেশটির সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, নৌকাটি লেবাননের উত্তরাঞ্চলের মিনেহ প্রদেশ থেকে মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করে।

সূত্র : রয়টার্স


সর্বশেষ সংবাদ