প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ঢাকায় হোক, কেন্দ্রীয়ভাবে

গাজী মিজানুর রহমান
গাজী মিজানুর রহমান  © ফাইল ছবি

আমার একটা বিষয় বুঝে আসে না, যেসব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ঢাকায় অথবা বিভাগীয় শহরে গিয়ে চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা কীভাবে সরকারি চাকরির আশা করেন? সরকারি চাকরি মানে এই নয় যে, আপনার বাড়ির পাশে চাকরি করবেন; বরং প্রয়োজনে হলে আপনাকে বিভিন্ন জেলায়ও তো চাকরি করতে হতে পারে। এটার নামই ‘সরকারি চাকরি’।

এখন কথা হল আপনার যদি একদিনের জন্য ঢাকা কিংবা কিংবা বিভাগীয় শহরে গিয়ে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে এত এত সমস্যা হয়, তাহলে তখন কীভাবে নিজ জেলার বাইরে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর চাকরি করবেন? কীভাবে নিজ জেলার বাইরে গিয়ে ট্রেনিং করবেন?

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ১ এপ্রিল

জেলা পর্যায় চাকরির পরীক্ষা হলে দেখা যায় একশ্রেণির নীতিবর্জিত মানুষ পরীক্ষায় নিয়ম-নীতি ভঙ্গ করে বিশেষ সুবিধা নিতে চায়। সেটা জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে পত্রিকা ও টিভি চ্যানেলের নিউজে এসব বিষয় মাঝেমধ্যে আসে। সেই তুলনায় ঢাকা কিংবা বিভাগীয় শহরে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার নিয়ে অভিযোগ কিছুটা কম।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবী হয়ে বলছি— ‘পোষ্য কোটা বাতিল করা উচিৎ’

এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে, যেখানে প্রায় ৪৫ হাজার চাকরি প্রত্যাশী নিয়োগ পাবে বলে জানা গেছে।

এত বড় একটি নিয়োগ পরীক্ষা যদি পুরোপুরি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে, তাহলে অনেক মেধাবী নিশ্চিত বঞ্চিত হবে। এটা বলার অপেক্ষা রাখে না। পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হল, সেটার চেয়ে বড় কথা হল পরীক্ষা কতটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল।

লেখক: ৩৫তম বিসিএস ক্যাডার, লেখক ও মোটিভেশনাল স্পিকার


সর্বশেষ সংবাদ