১৮তম নিবন্ধনের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: এনটিআরসিএ সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০৪:৫৫ PM
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী ১২ ও ১৩ জুলাই নির্ধারিত সময়ে এ নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (০৭ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।
এনটিআরসিএ’র সচিব জানান, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট তৈরি হতে পারে। এছাড়া পরে এই পরীক্ষা আয়োজনের স্লট ফাঁকা পাওয়া যাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তাই আমরা নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে চাই। তবে সরকারি কোন নির্দেশনা থাকলে সেটা ভিন্ন বিষয়।
এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী।