যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ PM
সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যের লন্ডন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত প্রধানমন্ত্রীর লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন এ তাঁর সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও রয়েছেন।
আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরে যাবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ভর্তি প্রক্রিয়া নিয়ে গুচ্ছের সভা ১৯ সেপ্টেম্বর।
এর আগে গত সোমবার থেকে বৃহস্পতিবার চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরের আগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
কিন্তু, এরপর পূর্ব-ঘোষণা ছাড়াই পররাষ্ট্রমন্ত্রীকে না নিয়ে নয়াদিল্লী সফর যান প্রধানমন্ত্রী। আর এর ফলে এ সফর নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে।
তবে, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর না করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে তিনি ভারত সফর করেননি।