স্কুলছাত্রীর বাল্যবিয়ে দিয়ে কারাগারে মা-ভাই

স্কুলছাত্রী
স্কুলছাত্রী   © প্রতীকী ছবি

রাতের আঁধারে গোপনে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ওই স্কুলছাত্রীর মা ও বড়ভাইকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

শনিবার (৩০ জুলাই) দিনাজপুরে হাকিমপুরের ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এ কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মাসুদ রানার স্ত্রী (কনের মা) জোসনা বেগম এবং তার ছেলে সোহাগ হোসেন।

জানা গেছে, শুক্রবার রাতে বৈগ্রাম এলাকায় এক কিশোরীর (১৬) মা ও বড়ভাই ওই কিশোরীর বিয়ে দেন। এ ঘটনায় শনিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের মা ও ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে ইউএনও নূরে আলম বলেন, ‘বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’


সর্বশেষ সংবাদ