করোনা আক্রান্ত

৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকার

১৪ এপ্রিল ২০২২, ০৫:১৪ PM
জনস্রোত

জনস্রোত © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ জনের। নতুন করে সনাক্ত এই ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি স্বস্তি ও সন্তোষজনক। এরই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন যে ৩৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন, এদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে আবার ঢাকা মহানগর ও ঢাকা জেলায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ২৯ জন। এছাড়া গাজীপুরে একজন ও টাঙ্গাইলে জেলায় দুইজন শনাক্ত হয়েছেন।

এদিকে ময়মনসিংহ জেলায় একজন ও কক্সবাজার জেলায় দুইজন শনাক্ত হয়েছেন। তবে দেশের ৬১ জেলায় গেল ২৪ ঘণ্টায় কেউই শনাক্ত হয়নি।

আরও পড়ুন : কলকাতা, তুমি কি দিতে পারবে রমনা বটমূলের স্বাদ, গন্ধ, স্মৃতি?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে অনুযায়ী দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২৯ হাজার ১২৪ জন হয়ে মারা গেছেন।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। তবে শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও ওই বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬