বাংলা সিনেমা দেখি, ভালো লাগে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আকাশ পথে চলার সময় তিনি প্রায়ই বাংলা সিনেমা দেখেন। এছাড়া কেউ তার কাছে চলচ্চিত্র পাঠালে সেটিও আগ্রহ সহকারে দেখেন তিনি।

আজ বুুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ভিডিওকলে বক্তব্য রাখেন।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, প্লেনে করে দেশের বাইরে গেলে দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো লাগে। কেউ যদি পেনড্রাইভে ছবি পাঠান সেটাও দেখি। ভালোই লাগে সিনেমা দেখতে। আমাদের দেশে সুপ্ত প্রতিভা আছে। তাদের কাজ দেখে মুগ্ধ হই।

আরও পড়ুন- গুচ্ছ ভর্তি: আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে কুবি

অনুষ্ঠানে বিজয়ী ৩২ জনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পদকগুলো তুলে দেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো: শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে ১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর) ২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)। শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)। শ্রেষ্ঠ খল-অভিনেতা- মিশা সওদাগর (বীর)। শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)। শ্রেষ্ঠ নৃত্যপরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়িকা- যৌথভাবে ১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী) ২. সোমনুর মনির কোনাল (বীর)। শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)। শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- যৌথভাবে ১. পঙ্কজ পালিত (গোর) ২. মাহবুব নিয়াজ (গোর)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)। শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence