হেফজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নিহত ইফতেখার মালেকুল মাশফি
নিহত ইফতেখার মালেকুল মাশফি  © টিডিসি ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আল্লামা শাহসূফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসা, হেফজখানা ও এতিখানা চরণদ্বীপ দরবার শরীফ নামের প্রতিষ্ঠানের কায়দা শ্রেণির ছাত্র মাশফি। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইফতেখার মালেকুল মাশফি চরণদ্বীপ ফখিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে। ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ তালাবদ্ধ করে দিয়ে শিক্ষকদের আটকে রেখেছে।

এর আগে শনিবার সকাল ৮টায় নিহতের বড়ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডি থেকে হাফেজ পড়ুয়া ছোটভাইকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন।

আরও পড়ুন: ইউক্রেনের দুই শহরে যুদ্ধ বিরতি ঘোষণা করলো রাশিয়া

মাদরাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানিয়েছেন, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে একপর্যায়ে হেফজখানার দু’তলায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়। মাদরাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাশফির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence