আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শপথ গ্রহণ

শপথ নিলেন নতুন তিন বিচারপতি।
শপথ নিলেন নতুন তিন বিচারপতি।  © সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি শপথ নিয়েছেন। বাকি একজন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থতার কারণে শপথ গ্রহন করতে পারেননি। তাকে পরে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন।

রবিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নিয়েছেন।

অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ৩ মাদ্রাসা শিক্ষার্থী

শপথ নেওয়া নতুন তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিকে, বর্তমানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগে চার বিচারপতি রয়েছেন। অন্য তিনজন হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা, রাতে বৈঠক

উল্লেখ্য, গত শনিবার (৮ জানুযারি) হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।


সর্বশেষ সংবাদ