ছাত্রলীগ সভাপতির নির্দেশে ছেলের মুখে জুতার বাড়ি দেখে বাবার মৃত্যু

নিজের গালে জুতা মারছেন হোসেন সরকার
নিজের গালে জুতা মারছেন হোসেন সরকার  © সংগৃহীত

হাসপাতালে অসুস্থ বাবার সামনে ছেলেকে নিজের মুখে জুতার বাড়ি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ছেলের এমন অপমান সইতে না পেরে মৃত্যু হয়েছে বাবার।

শুক্রবার (১০ ডিসেম্বর) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ ডিসেম্বর ঝিনাইদনের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন গিয়াস উদ্দিন (৬২) নামের ওই ব্যক্তি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আরিফুজ্জামান বিপাশ। তিনি মহেশপুর উপজেলা ছাত্ররীগের সভাপতি।ভুক্তভোগী ওই তরুণের নাম এস এম সরকার ওরফে হোসেন সরকার।

আরও পড়ুন: আন্তর্জাতিক সম্মেলনে লাল তালিকাভুক্ত ড্যাফোডিলের প্রচার

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিতা গিয়াস সরকারের বেডের পাশে দাঁড়িয়ে ছিলেন হোসাইন। পরে সেখানে আসেন মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশসহ কয়েকজন। হোসাইনকে সহজেই বাগে পেয়ে যান তারা। শাস্তি হিসেবে জুতাপেটা।

এদিকে এই ঘটনার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রথমে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুজ্জামান বিপাসের পা ধরে মাফ চাচ্ছেন এস এম সরকার। কথোপকথনের একপর্যায়ে পা থেকে জুতা খুলে দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুজ্জামান বিপাস। হোসেনকে নিজের গালে সেই জুতা দিয়ে আঘাত করার নির্দেশ দেন তিনি। নির্দেশ পালনে কয়েকবার নিজের মুখে জুতার বাড়ি দিতে বাধ্য হন এস এম সরকার।

নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন আরিফুজ্জামান বিপাশ। তিনি বলেন, ওই কর্মী নিজেই তাকে জুতা দিয়ে মারতে বলেন। তখন তিনি নিজে না মেরে পা থেকে জুতা খুলে এগিয়ে দেন। তখন তিনি নিজেই জুতা মারেন।


সর্বশেষ সংবাদ