শিক্ষার্থীদের কর্মসূচি বৃৃষ্টির কারণে বিরতি © সংগৃহীত
বৃষ্টির মধ্যে ভিজে আবার কেহ কেহ ছাতা মাথায় আজও রাজধানীর রামপুরার সড়কে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিল শিক্ষার্থীরা। তবে বৃষ্টি চললে আগামী কয়েকদিনে কোনো কর্মসূচি পালন করবে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী এই শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে সড়কে প্রাণ হারানো শিক্ষার্থী মাঈনউদ্দিন ও নাঈম হাসানসহ নিহত অন্যদের স্মরণে শোক জানিয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে দাঁড়ান শিক্ষার্থীরা। তবে কিছুক্ষণের মধ্যেই কর্মসূচির শেষ করেন।
ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।
সামিয়া বলেন, বৈরী আবহাওয়ারর কারণে আমরা আগামীকাল (মঙ্গলবার) কোনো কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি আরও কয়েকদিন এরকম বৈরী আবহাওয়া থাকবে। যতদিন পর্যন্ত এই বৈরী আবহাওয়াথাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে।
তবে বৈরী আবহাওয়া কেটে আবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “সে ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আছে। একটি হচ্ছে মাঈনউদ্দিনের স্কুল থেকে নাঈম হাসানের কলেজ পর্যন্ত সাইকেল র্যালি করব। পরে নাঈমের কলেজে আমরা মোমবাতি প্রজ্জ্বলন করব।”
এছাড়া নিরাপদ সড়কসহ অন্যান্য দাবিতে একটি ছাত্র-শিক্ষক সমাবেশ করা হবে জানিয়ে তিনি বলেন, “সেই সমাবেশের দিনক্ষণও পরবর্তীতে আপনাদের মাধ্যমে (গণমাধ্যম) সবাইকে জানানো হবে।”
মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করার ব্যাখ্যা করে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সামিয়া বলেন, সড়কে নিহত শিক্ষার্থীসহ অন্যান্যদের স্মরণে শোক জানাতে আমরা মুখে কালো কাপড় বেঁধেছি। এই যে এতগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন বরাবরই নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নীরবতার প্রতিবাদও এর মাধ্যমে করছি।