রামপুরায় বৃষ্টিতে কালো কাপড় মুখে শিক্ষার্থীরা

বৃষ্টিতে কালো কাপড় মুখে শিক্ষার্থীরা
বৃষ্টিতে কালো কাপড় মুখে শিক্ষার্থীরা  © সংগৃহীত

রামপুরা ব্রিজের ওপর অব্যহত বৃষ্টির মধ্যেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তাদের মুখে বাঁধা কালো কাপড় বাধা ছিল। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৭ মিনিটে তারা রামপুরা ব্রিজের অবস্থান নেয়।

ভোর থেকে বিরামহীন বৃষ্টির মধ্যেই রাজধানীর রামপুরায় অবস্থান নিয়েছে সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত কয়েক দিন ধরে নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। হাতে রয়েছে তাদের বিভিন্ন প্ল্যাকার্ড। এতে স্লোগানের পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্রও দেখা গেছে। তবে তারা এদিনও সড়কে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি।

রাজধানীতে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় কয়েক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তারা। এরমধ্যে বাস ভাড়া বেড়ে যাওয়া এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এরপর থেকে নিরাপদ সড়ক ও বাসে হাফ ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর হাফ ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এরপর থেকে নিরাপদ সড়ক, ভাড়া ভাড়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। এরই ধারাবাহিকতায় রোববার দেশের সব মহানগরেও হাফ ভাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence