এসএসসি সিলেবাস ৭০ শতাংশ কমানোর দাবিতে বিক্ষোভ

০২ ডিসেম্বর ২০২১, ০৩:০৪ PM
বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ২০২২ ব্যাচের এসএসসির সিলেবাস ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ পালন করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমী, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২-এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতোমধ্যে তাদের সিলেবাসে ৩০ শতাংশ কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকানীন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে প্রায় ৪০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মহাসড়কে যান চলাচলা স্বাভাবিক হয়।

তারেক রহমান-জামায়াত আমির-নাহিদের চেয়ে স্বর্ণ বেশি নাসিরুদ্দ…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
নাটোরে বেসরকারি প্রাথমিকের একটি বই দিয়েই বছর শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে বিশ্বকাপসহ ক্রিকেটে যত খেলা বাংলাদেশের
  • ০১ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ৫ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!